প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

অত্র মাদ্রাসাটি ১৯৮১ ইং সনে মাদ্রাসার প্রতিষ্টাতা /মোতাওয়ালী পীরে কামেল আলহাজ্ব হযরত মৌলানা আঃখালেক নূরী রহঃ তিনি সর্ব প্রথম রহমানিয়া রাজ্জাকিয়া হাফিজিয়া ও এতিম খানা শিরোনামে মাদ্রাসাটি প্রতিষ্টা করেন। পরে ১৯৯১ সনে পাক ভারত উপমহাদেশে হক ছিলছিলা ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলার শুভ আগমন উপলক্ষে বাৎসরিক ইছালে সওয়াব মাহফিলের মধ্যে তখনকার সময় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় নৌপরিবহন উপমন্ত্রি জনাব মোঃ জহিদুল হক সাহেব।০৭/০১/১৯৯৪ ইংতারিখে জ্বিলানী কমপ্লেক্স ও তার অঙ্গ প্রতিষ্টান রাজ্জাকীয়া দারুসসুন্নাহ আলীম মাদ্রাসা ভিত্তি প্রস্তর স্থাপন করেন উল্লেখ্য যে, মাদ্রাসাটির নামকরনের জন্য ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের মাননীয় ইমাম ও হয়বতনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আবুল খায়ের মোঃ নুরুল্লাহ সাহেব বিশাল জনসমুদ্রে মাদ্রাসার নামটি প্রতিষ্টাতা মহোদয়ের পীরের নাম যথাক্রমে আঃ রাজ্জাক (রহঃ) এর নামকরনে রাজ্জাকীয়া দারুসসুন্নাহ মাদ্রাসাটি প্রতিষ্টিত হয়। ০১/০১/১৯৯৪ ইং সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক দাখিল নবম শ্রেনী খোলার অনুমতি লাভ করে এবং ০১/০১/১৯৯৫ ইং সনে দাখিল শ্রেণীর স্বীকৃতি লাভ করে। ০১/০৭/২০০১ ইং সনে আলিম শ্রেণী খোলার অনুমতি লাভ করে এবং ০১/০৩/২০০৪ ইং এ বিজ্ঞান শাখা খোলার অনুমতি লাভ করে। ০১/০৭/২০০৯ ইং থেকে আলিম শ্রেণীর স্বীকৃতি লাভ করে। উল্লেখ্য যে, ০১/০৬/২০০০ ইং সনে দাখিল মানের এম পি ও ভূক্ত হয়, ০১/০৭/২০১৯ ইং থেকে আলিম শ্রেণীর এম পি ও ভূক্ত হয়। মাদ্রাসাটির এক একর ভূমি প্রতিষ্টাতা মহোদয় নিজেই ওয়াকফ করে দেন। এতদস্বত্তেও মাদ্রাসা শুরু লগ্ন থেকে বর্তমান পর্যন্ত অধ্যক্ষ মোস্তফা মোঃ আঃ কাদির ছাগে জ্বিলানী সাহেব প্রতিষ্টা লগ্ন থেকে মাদ্রাসাটি প্রতিষ্টিত করার যাবতীয় কার্য্যক্রম সম্পাদন করেন।

মোস্তফা মো আঃ কাদির ছাগে জ্বিলানী
অধ্যক্ষ,
রাজ্জাকিয়া দারুসসুন্নাহ আলিম মাদ্রাসা
আকুবপুর,তাড়াইল,কিশোরগঞ্জ ।

সভাপতির বাণী

image-not-found

জ্ঞানই শক্তি জ্ঞানই আলো। শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত কালো। শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ধারাকে উন্নত থেকে উন্নততর করতে। এ শিক্ষার জন্য, শিক্ষিত জাতির জন্য ১৯৯৪ সাল থেকে দ্বিণী শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছে রাজ্জাকিয়া দারুসসুন্নাহ আলিম মাদ্রাসাটি।
এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। একটি আর্ন্তজাতিক মানসম্পন্ন ওয়েবসাইট চালুকরণ তার একটি অংশ মাত্র। যার মাধ্যমে আমাদের মাদ্রাসার বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘরে বসেই পরীক্ষার রুটিন, সিলেবাস, হাজিরা, ভর্তি ফরম পাবে। অভিভাবকরাও ঘরে বসেই উত্তরোত্তর তাদের সন্তানের পরীক্ষার ফল, আচরণিক পরিবর্তন, সাফল্য, আত্নপ্রকাশ ক্ষমতা সম্পর্কে জানতে পারবে। এরই ফলশ্রুতিতে বর্তমান সরকারের “ভিশন- ২০৪১” বাস্তবায়ন প্রক্রিয়া চলমান থাকবে-এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

অধ্যক্ষের বাণী

image-not-found

বিসমিল্লাহির রাহমানির রাহিম, পরম করোনাময় আল্লাহ পাকের অশেষ শোকরিয়া আদায় করছি যে,অজ পাড়া গায়ে আল্লাহ রাসুল সাঃ এর তরিকায় একটি সুন্নতি মতাদর্শ মাদ্রাসা প্রতিষ্টিত হয়েছে।যার মধ্য থেকে এলাকার আপামর জন সাধারনের সন্তান সন্ততিকে ইসলামী সু শিক্ষার আলো শিক্ষা গ্রহনে প্রয়াস পাইতেছে।উল্লেখ্য যে, প্রতিষ্টানটি পরবর্তীতে ফাযিল এবং কামিল এ উন্নীত করার আগ্রহ রইয়াছে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন।

মোস্তফা মো আঃ কাদির ছাগে জিলানী
অধ্যক্ষ,
রাজ্জাকিয়া দারুসসুন্নাহ আলিম মাদ্রাসা
আকুবপুর,তাড়াইল,কিশোরগঞ্জ ।